Toronto District School Board
Toronto District School Board

Online Code Of Conduct

অনলাইন আচরণবিধি

কর্মী ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য টরোন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড (TDSB) অনলাইন সিস্টেম ও তথ্য-উপকরণ প্রদান করে থাকে৷ অনলাইন তথ্য-উপকরণগুলোর মধ্যে রয়েছে সেই সব উপকরণ যেগুলো একটি কম্পিউটার বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয়৷

TDSB-এর সকল নীতিমালা, প্রক্রিয়া, আচরণবিধি ও নিয়ম-কানুনগুলো সেই সব ব্যক্তিদের জন্য প্রযোজ্য যারা TDSB-এর বা তাদের পক্ষে প্রদত্ত অনলাইন সিস্টেম ও তথ্য-উপকরণগুলো ব্যবহার করেন৷ এই “আচরণবিধি” অনলাইন সিস্টেম ও তথ্য-উপকরণগুলো ব্যবহার করা সম্পর্কিত৷ সবার অধিকার ও নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য এই আচরণবিধি তৈরি করা হয়েছে৷

সুযোগ-সুবিধাগুলো এবং সেগুলোর মধ্যে থাকতে পারে এমন তথ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য TDSB যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে৷ সিস্টেম ব্যবহারকারী সবার অনলাইন তথ্য-উপকরণের ব্যবহার পর্যবেক্ষণ করার অধিকার TDSB সংরক্ষণ করে৷

1) ব্যক্তিগত নিরাপত্তার নিয়ম-কানুন

  • আপনি অনলাইনে যাদের মুখোমুখি হয়ে থাকেন এমন কারো কাছে আপনার ব্যক্তিগত পরিচয় সম্পর্কিত তথ্য (যেমন নাম, ঠিকানা, ফোন নম্বর, বয়স, শারীরিক বর্ণনা বা স্কুল) কখনোই প্রকাশ করবেন না৷ অনুরূপভাবে, প্রকাশ্য অনলাইন ফোরামে এই ধরনের তথ্যগুলো প্রকাশ করবেন না যেখানে আপনি হয়তো সবাইকে চেনেন না যারা এই তথ্য দেখতে পারবে৷
  • অন্য কারো ব্যক্তিগত তথ্য কখনোই অনলাইনে প্রকাশ করবেন না যদি না আপনার কাছে তাদের অগ্রিম অনুমতি থাকে এবং আপনি জানেন যে সেই তথ্য ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করা হবে না৷
  • আপনার বা অন্য কারো পাসওয়ার্ড কখনোই প্রকাশ করবেন না৷
  • সংশ্লিষ্ট সবার এবং শিশুদের ক্ষেত্রে তাদের পিতামাতা বা অভিভাবকের অগ্রিম অবহিত সম্মতি ছাড়া আপনার নিজের, অন্য কোনো ব্যক্তির বা একটি গ্রুপের ছবি কখনোই ইলেক্ট্রনিক নেটওয়ার্কে পাঠাবেন না৷
  • আপনাকে উত্যক্ত করছে অথবা আপনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা করছে এমন কোনো মেসেজ বা অনুরোধ সম্পর্কে তাৎক্ষণিকভাবে একজন শিক্ষকের কাছে রিপোর্ট করুন৷
  • ফিল্ড ট্রিপের সুনির্দিষ্ট তারিখ, সময় ও স্থান সম্পর্কে কোনো তথ্য এমন কাউকে দেবেন না যারা সেই তথ্যের সাথে সরাসরি যুক্ত নয় অথবা এমন কোনো ফোরামে সেগুলো প্রকাশ করবেন না যেখানে অজ্ঞাত ব্যক্তিরা সেই তথ্য দেখতে পারবে৷

 

2) অগ্রহণযোগ্য সাইট ও বিষয়বস্তু

ইন্টারনেটের মত একটি বৈশ্বিক নেটওয়ার্কে তথ্যের বিষয়বস্তু কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা অসম্ভব৷ কখনো কখনো, অনলাইন সিস্টেমের ব্যবহারকারীরা এমন বিষয়বস্তুর সম্মুখীন হতে পারেন যা বিতর্কিত এবং যা অন্য ব্যবহারকারীরা, পিতামাতা বা স্টাফরা অযথার্থ বা অশোভন বলে মনে করতে পারেন৷ ইচ্ছাকৃতভাবে এই ধরনের বিষয়বস্তু না দেখাটা প্রত্যেক ব্যবহারকারীর দায়িত্ব৷ যদি এই ধরনের বিষয়বস্তু অনিচ্ছাকৃতভাবে সামনে চলে আসে, তাহলে ঘটনাটি সম্পর্কে একজন শিক্ষকের কাছে বা যথাযথ কর্তৃপক্ষের কাছে অবশ্যই তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে হবে৷

প্রত্যেক ব্যক্তির অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে এমন নিরাপদ স্কুল ও কর্মক্ষেত্র প্রদানের মাধ্যমে অধিকার ও স্বাধীনতা বিষয়ক কানাডিয়ান সনদ ও অন্টারিও মানবাধিকার কোডের সাথে সঙ্গতিপূর্ণভাবে বাধ্যবাধকতাগুলো পূরণ করার জন্য টরোন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ৷ বৈষম্য ও হয়রানি সহ্য করা হবে না৷ বৈষম্যমূলক বা হয়রানিমূলক ধরনের বিষয়বস্তু রয়েছে এমন কোনো সাইট ইচ্ছাকৃতভাবে দেখার জন্য অনলাইন সিস্টেমগুলো ব্যবহার করা গ্রহণযোগ্য নয়৷

TDSB-এর অনলাইন সিস্টেমগুলোর ব্যবহারকারীরা এমন কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে দেখা, আপলোড, ডাউনলোড, সংরক্ষণ, প্রদর্শন, বিতরণ বা প্রকাশ করা নিষিদ্ধ যেগুলো:

  • অবৈধ বা যেগুলো অবৈধ কার্যক্রমের পক্ষে প্রচারণা চালায় বা অবৈধ কর্মকাণ্ড ঘটাতে সুবিধা দেয়;
  • কোনো ব্যক্তিকে হুমকি দেয় বা ভয় দেখায় অথবা অন্য ব্যক্তিদের প্রতি সহিংসতা, ঘৃণা বা বৈষম্য দেখানোর জন্য পরামর্শ দেয়;
  • অযথার্থ এবং/অথবা অবমাননাকর ভাষা বা আচরণ প্রদর্শন করে;
  • অযথার্থ ধর্মীয় বা রাজনৈতিক বার্তা বহন করে;
  • টরোন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের নীতিমালা, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা, অন্টারিও হিউম্যান রাইটস কোড, বা অধিকার ও স্বাধীনতা বিষয়ক কানাডিয়ান সনদ অনুযায়ী অন্য যে কোনো ব্যক্তির অধিকারকে লঙ্ঘন বা অগ্রাহ্য করে;
  • জাতিগত, সাংস্কৃতিক বা ধর্মীয়ভাবে আক্রমণাত্মক;
  • নিয়ন্ত্রিত সামগ্রী ব্যবহারে বা অবৈধ কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করে, অথবা অপরাধমূলক কর্মকাণ্ডে প্ররোচনা দেয়ার জন্য সিস্টেমকে ব্যবহার করে;
  • মানহানিকর, অবমাননাকর, অশ্লীল, ধর্মবিদ্বেষী, পর্ণোগ্রাফিক বা যৌন উত্তেজক ধরনের;
  • যেগুলোতে কোনো ব্যক্তির অগ্রিম অবহিত সম্মতি ছাড়া তাদের ব্যক্তিগত তথ্য, ছবি, বা স্বাক্ষর থাকে;
  • যেগুলোতে যৌন হয়রানিমূলক বার্তা থাকে বা যেগুলোতে অযথার্থ রোমান্টিক নিহিতার্থ থাকে;
  • যথাযথ অনুমোদন ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা বাণিজ্যিক সংগঠনের পক্ষে কোনো ব্যবহারকারীর কাছে প্রচারণা চালায়;
  • অনাকাঙ্খিত মেইল, জাংক মেইল, বা “স্প্যামিং”-কে সমর্থন করে;
  • চেইন মেইল, বা অন্যান্য ই-মেইলের ভগ্নাংশ প্রচার করে;
  • প্রেরকের পরিচয় লুকানোর, গোপন করার বা ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করে৷

 

3) ব্যবহারের জন্য নির্দেশনা

 TDSB অনলাইন সিস্টেমের সব ব্যবহারকারীরা নিচে উল্লিখিতগুলো করতে হবে:

  • সময়, এবং সিস্টেমের মধ্য দিয়ে প্রেরিত তথ্যের ক্ষেত্রে যুক্তিসঙ্গত সীমা মেনে অনলাইন সার্ভিস ব্যবহার করুন৷ সিস্টেমের মাত্রাতিরিক্ত ব্যবহার সব ব্যবহারকারীদের জন্য সার্ভিস ব্যাহত করতে পারে (যেমন, বড় ডকুমেন্ট অনেক লোকের কাছে পাঠানো বা সিস্টেম ব্যবহারের পিক সময়ে বড় আকারের ফাইল পাঠানো)৷
  • সিস্টেমের কোনো ক্ষতি হলে বা সিস্টেম সম্পর্কিত কোনো তথ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করুন, সেই ক্ষতি দুর্ঘটনাবশত বা ইচ্ছাকৃত যে কোনো ভাবেই হোক না কেন৷


4) নিষিদ্ধ ব্যবহার ও কর্মকাণ্ড

TDSB অনলাইন সিস্টেমের সব ব্যবহারকারীরা নিচে উল্লিখিতগুলো করা নিষিদ্ধ:

  • ভাইরাস বা অন্যান্য অযথার্থ বা অননুমোদিত জিনিসপত্র যেমন যে কোনো উৎস থেকে পাওয়া গেমস, ফাইল, স্ক্রিপ্ট, ফন্ট, বা ডাইনামিক লিংক লাইব্রেরি (DLL) ইত্যাদি কপি, ডাউনলোড, বা ইনস্টল করা অথবা চালানো৷
  • যে কোনো কম্পিউটার এবং/অথবা যন্ত্রপাতির ক্ষতি করা, যার মধ্যে রয়েছে কম্পিউটারের হার্ডওয়্যার, আসবাবপত্র, প্রজেক্টর, কানেক্টর, কীবোর্ড, স্টোরেজ ডিভাইস (যেমন, ডিস্ক ড্রাইভ), ও পয়েন্টিং ডিভাইস (যেমন, মাউস), কিন্তু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়৷
  • অনুমতি ছাড়া অন্য কারো মালিকানাধীন ফাইল বা তথ্যের ক্ষতি করা বা সেগুলো মুছে ফেলা৷
  • সিস্টেমে অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করা৷
  • অন্য কারো সিস্টেমে প্রবেশকে বাধাগ্রস্ত করা – যেমন, অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেয়া বা অনুমতি ছাড়া পাসওয়ার্ড বদলে দেয়া৷
  • যথাযথ অনুমোদন ছাড়া কম্পিউটারের ঢাকনা খোলা, কম্পিউটার সরানো, কম্পিউটারের তার বা সংযোগগুলো পরিবর্তন করা৷
  • কোনো কম্পিউটার বা নেটওয়ার্কের সাথে অননুমোদিত ডিভাইস সংযোগ করা৷ এই সব ডিভাইসগুলোর মধ্যে রয়েছে বহনযোগ্য কম্পিউটার, ডিস্ক ড্রাইভ, প্রোটোকল এনালাইজার, ও অন্যান্য ইলেক্ট্রনিক বা যান্ত্রিক ডিভাইস, কিন্তু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়৷ যে কোনো কম্পিউটার, সার্ভার বা অন্যান্য ডিভাইসে যথাযথ অনুমোদন ছাড়া সিস্টেমের কোনো ফাইল বা সেটিংস সরানো, কপি করা, বা পরিবর্তন করা৷
  • অন্য কারো মালিকানাধীন তথ্য, কাজ বা সফটওয়্যার অননুমোদিতভাবে কপি করার মাধ্যমে নিজেদেরকে বা অন্যদেরকে অরক্ষিত করে তোলা, কম্পিউটার বা নেটওয়ার্কের অপব্যবহার করার জন্য অন্যদেরকে উৎসাহিত করা, অযথার্থ বিষয়বস্তু প্রদর্শন, স্থানান্তর বা শেয়ার করা৷ সফটওয়্যার পাইরেসি ও অন্যদের মালিকানাধীন বিষয়বস্তু অননুমোদিতভাবে কপি করাকে চুরি করা হিসেবে বিবেচনা করা হয়৷
  • যে কোনো কারণেই হোক না কেন TDSB-এর মালিকানাধীন ফাইল, প্রোগ্রাম বা অন্য কোনো তথ্য কপি, স্থানান্তর বা ব্যবহার করা, যদি না লাইসেন্সে সুনির্দিষ্টভাবে এই ধরনের কর্মকাণ্ডের জন্য অনুমতি দেয়া থাকে৷
  • নিরাপত্তা ব্যবস্থাগুলো লঙ্ঘন করার চেষ্টা করার মাধ্যমে TDSB নেটওয়ার্ককে ব্যাহত করার চেষ্টা করা, অনুমোদন ছাড়া রেকর্ডগুলো পাওয়ার চেষ্টা করা অথবা অন্য কোনোভাবে ব্যাহত করা৷
  • অন্য কারো ধারণা, লেখা বা ছবি নেয়া এবং সেগুলোকে এমনভাবে উপস্থাপন করা যেন সেগুলো আপনার৷ কপিরাইট আইন অনুযায়ী, সকল তথ্য রচয়িতার(দের)/লেখকের(বৃন্দের) এবং সে কারণে সেগুলো ব্যবহারের জন্য অনুমতি নেয়া প্রয়োজন৷ অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত সামগ্রী ব্যবহার করলে আইনী ব্যবস্থা নেয়া হতে পারে৷

 

5) পরিণতি

শিক্ষার্থী ও কর্মীরা ইন্টারনেট ব্যবহারের সুবিধাকে অযথার্থভাবে ব্যবহার করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে আইনী ব্যবস্থা গ্রহণ করা এবং/অথবা পুলিশকে জানানো৷


6) অনলাইন প্রকাশনা

ইন্টারনেটে বা ইন্ট্রানেটে প্রকাশিত তথ্য লক্ষ লক্ষ ব্যক্তির কাছে পৌঁছাতে পারে যাদের বেশিরভাগই মূল প্রকাশকের অপরিচিত৷ এই কারণে, টরোন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের সিস্টেমের মাধ্যমে প্রকাশিত তথ্যগুলো নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ৷

  • TDSB-এর সিস্টেম ব্যবহার করে ইলেক্ট্রনিকভাবে প্রকাশিত তথ্য TDSB-এর সব নীতিমালা ও নির্দেশনা মেনে চলা আবশ্যক৷
  • টরোন্টো ডিস্ট্রিক্ট বোর্ডের কোনো সাইট থেকে বাইরের কোনো সাইটের লিংক দেয়া হলো সেগুলো অবশ্যই সতর্কতার সাথে নির্বাচন করতে হবে এবং TDSB-এর সাইটগুলোর মত সেগুলোর বিষয়বস্তুর মানও অনুরূপ হতে হবে৷
  • যে কোনো প্রকার তথ্যের সংগ্রহের (যেমন একটি ওয়েবসাইট) প্রকাশকের সাথে যোগাযোগ করার একটি উপায় সম্পর্কে সেই সংগ্রহের হোমপেজে অবশ্যই সুস্পষ্ট নির্দেশনা থাকতে হবে৷
  • অনলাইনে প্রকাশিত তথ্য অবশ্যই হালনাগাদ ও নির্ভুল রাখতে হবে এবং পাঠককে ভুলপথে চালিত করার জন্য সচেতনভাবে কোনো প্রকার চেষ্টা করা যাবে না৷
  • ব্যক্তিগত তথ্য যেমন ব্যক্তিগত ঠিকানা, ফোন নম্বর, একক বা দলগত ছবি, বা স্বাক্ষর TDSB-এর প্রক্রিয়া অনুযায়ী সুস্পষ্ট অবহিত সম্মতি ছাড়া প্রকাশ করা যাবে না৷
  • আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য, স্কুল বা ডিপার্টমেন্টগুলো অবশ্যই ভবিষ্যতের ফিল্ড ট্রিপগুলোর সুনির্দিষ্ট তারিখ, সময় ও স্থান প্রকাশ করবে না৷
  • প্রকাশিত সব কাজ মৌলিক অথবা স্বত্ত্বাধিকারীর কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে এবং স্বত্ত্বাধিকারীর বিবরণ সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তা নিশ্চিত করার জন্য স্কুলের বা ডিপার্টমেন্টের যথাযথ প্রশাসকের দায়িত্ব রয়েছে৷
  • TDSB-এর সাথে সংশ্লিষ্ট যে কোনো ইলেক্ট্রনিক প্রকাশনায় বিজ্ঞাপন প্রকাশ করার জন্য যথাযথ তত্ত্বাবধায়ক কর্মকর্তার অনুমোদনের প্রয়োজন হবে৷
  • ইন্টারনেটে পোস্ট করা সবগুলো ওয়েবপেইজ অবশ্যই টরোন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের কেন্দ্রীয় অফিসিয়াল সাইটের সাথে লিংকযুক্ত থাকতে হবে৷
  • TDSB-এর কর্পোরেট সাইটে হোস্ট করা বা TDSB-এর অর্থায়নে তৈরি করা সবগুলো ওয়েবপেইজ TDSB-এর সম্পত্তি হিসেবে বিবেচিত হবে৷

 

7) দায়বদ্ধতা

টরোন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড তাদের অনলাইন সার্ভিস বা তথ্য-উপকরণগুলোর জন্য, এই সব সার্ভিসগুলোর অব্যাহত কার্যক্রম সম্পর্কে, ব্যবহৃত যন্ত্রপাতি বা সাজ-সরঞ্জাম সম্পর্কে, অথবা TDSB-এর সিস্টেমগুলোতে যে কোনো উদ্দেশ্যে পোস্ট করা কোনো কর্মসূচি বা ফাইলের সক্ষমতা, বা উপযুক্ততা, ব্যবহারযোগ্যতা ও নিরাপত্তা সম্পর্কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরনের গ্যারান্টি দেয় না৷   

 

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL