Toronto District School Board
Toronto District School Board

Frequently Asked Questions

টিডিএসবি-তে

কিন্ডারগার্টেন

বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলী

১। কারা কিন্ডারগার্টেনে পড়তে পারে?

টরন্টোতে বসবাসকারী প্রতিটি শিশুকে টিডিএসবি-এর একটি বিদ্যালয়ে লেখাপড়া করার জন্য স্বাগত জানানো হয়৷ সেপ্টেম্বরে জুনিয়র কিন্ডারগার্টেনে ভর্তি হওয়ার জন্য, সেই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে শিশুদের বয়স অবশ্যই চার বছর হতে হবে৷ সেপ্টেম্বরে সিনিয়র কিন্ডারগার্টেনে ভর্তি হওয়ার জন্য, সেই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে শিশুদের বয়স অবশ্যই পাঁচ বছর হতে হবে৷

২। কারা একটি শিশুকে কিন্ডারগার্টেনের জন্য নিবন্ধন করাতে পারেন?

শুধুমাত্র একজন মা-বাবা বা আইনসম্মত অভিভাবক একটি শিশুকে কিন্ডারগার্টেনের জন্য নিবন্ধন করাতে পারেন৷

৩। আমি কখন আমার সন্তানকে কিন্ডারগার্টেনের জন্য নিবন্ধন করাতে পারি?

কিন্ডারগার্টেনের জন্য নিবন্ধন শুরু হয় ফেব্রুয়ারিতে এবং সারা বিদ্যালয় বছর ধরে তা অব্যাহত থাকে৷ প্রতিটি বিদ্যালয় নিবন্ধনের জন্য নির্দিষ্ট দিন ঠিক করে দেয়; সুনির্দিষ্ট তারিখ ও সময়ের জন্য অনুগ্রহ করে আপনার স্থানীয় বিদ্যালয়েরসাথে যোগাযোগ করুন৷ অনুগ্রহ করে লক্ষ করুন: আপনার সন্তান জুনিয়র কিন্ডারগার্টেনে থাকার বছর জানুয়ারি মাসে ফ্রেঞ্চ ইমারশনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়৷

৪। আমার সন্তান কোন স্কুলে ভর্তি হওয়া উচিত?

আপনার সন্তানের কোন স্কুলে ভর্তি হওয়া উচিত তা জানার জন্য, অনুগ্রহ করে 416.394.7526 নম্বরে ফোন করুন অথবা tdsb.on.ca ওয়েবসাইট দেখুন এবং এই পেইজের উপরে ‘Find Your School’ (আপনার বিদ্যালয়খুঁজে নিন)-এ ক্লিক করুন৷

৫। ঠিকানার ভিত্তিতে আমার এলাকার মনোনীত বিদ্যালয়ের বদলে আমি অন্য কোনো বিদ্যালয়ে আমার সন্তানকে পড়াতে চাইলে কী হবে?

tdsb.on.ca-এর অপশনাল অ্যাটেনডেন্স পলিসি’র মাধ্যমে আপনি বাড়ির বাইরের এলাকার বিদ্যালয়গুলোতে আবেদন করতে পারেন৷ অনুগ্রহ করে লক্ষ করুন যে, আসনের সীমাবদ্ধতার কারণে অনেক বিদ্যালয়ে অপশনাল অ্যাটেনডেন্সের সুযোগ থাকে না৷ আপনার পছন্দের বিদ্যালয়ে অপশনাল অ্যাটেনডেন্সের সুযোগ আছে কিনা তা জানার জন্য আপনি প্রথমে সেই বিদ্যালয়েরসাথে যোগাযোগ করতে পারেন৷

৬। আমি কখন আমার সন্তানকে ফ্রেঞ্চ ইমারশনের জন্য নিবন্ধন করাতে পারি?

আর্লি ফ্রেঞ্চ ইমারশন প্রোগ্রাম সিনিয়র কিন্ডারগার্টেনে শুরু হয়৷ মিডল ইমারশন প্রোগ্রামের মাধ্যমেও ফ্রেঞ্চ ইমারশন প্রোগ্রামের সুযোগ পাওয়া যায়, যা ৪র্থ শ্রেণীতে শুরু হয়৷ আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে: tdsb.on.ca > Elementary School (এলিমেন্টারি স্কুল) > School Choices (স্কুল বাছাই) > French Programs (ফ্রেঞ্চ প্রোগ্রাম) দেখুন৷

৭। আমার সন্তানকে কিন্ডারগার্টেনে নিবন্ধন করানোর জন্য আমাকে কী কী তথ্য নিয়ে আসতে হবে?

আপনার সন্তানকে কিন্ডারগার্টেনে নিবন্ধন করানোর জন্য, অনুগ্রহ করে নিচের বিষয়গুলোর প্রমাণ নিয়ে আসবেন:

  • বয়স (জন্ম সনদবা ব্যাপ্টিজমাল রেকর্ড বা পাসপোর্ট)
  • ঠিকানা (আপনার ঠিকানা লেখা পরিচয়সূচক দু’টিপ্রমাণপত্র, যেমন আপনার টেলিফোন বিল, ড্রাইভার্স লাইসেন্স, ইত্যাদি)
  • টিকা গ্রহণ (আপনার সন্তান যে টিকাগুলো গ্রহণ করেছে সেগুলোর তালিকাসহ একট কার্ড)

৮। আমার সন্তান কানাডার বাইরে জন্মগ্রহণ করে থাকলে কী হবে?

যদি আপনার সন্তান কানাডার বাইরে জন্মগ্রহণ করে থাকে, তাহলে আগমনের তারিখের প্রমাণ আবশ্যক৷ স্থায়ী অধিবাসী ও শরণার্থীরা সরাসরি বিদ্যালয়েনিবন্ধন করতে পারেন৷ বাকি সব পরিবারগুলোকে বিদ্যালয়ে ভর্তির চিঠিরজন্য International Program and Admissions Office, 5050 Yonge Street ঠিকানায় আসতে হবে৷ টিডিএসবি পলিসি P.061 SCH অনুযায়ী, অভিবাসনগত মর্যাদাবিহীন শিশুদেরকে আমাদের বিদ্যালয়গুলোতে স্বাগত জানানো হয় এবং অভিবাসন কর্তৃপক্ষের সাথে এ সম্পর্কিত তথ্য ভাগাভাগি করা হবে না৷

৯। উপরে উল্লিখিত সবগুলো কাগজপত্র আমার কাছে না থাকলে কী হবে?

অনুগ্রহ করে 5050 Yonge Street (১ম তলা) ঠিকানায় অবস্থিত ইন্টারন্যাশনাল প্রোগ্রামস অ্যান্ড অ্যাডমিশন্স অফিসে সশরীরে হাজির হয়ে, অথবা টেলিফোনে/ইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন, ফোন: 416.395.8120, ইমেইল: admissions@tdsb.on.ca.

১০। আমার সন্তানের বিশেষ শিক্ষার প্রয়োজন থাকলে কী হবে?

যদি আপনার সন্তানের বিশেষ শিক্ষার প্রয়োজন থাকে এবং সে প্রথমবারের মত বিদ্যালয়েপ্রবেশ করতে যায়, তাহলে আপনার স্থানীয় বিদ্যালয়েরপ্রধান শিক্ষকএবং টিডিএসবি-এর বিশেষ শিক্ষা বিভাগের একজন প্রতিনিধির সাথে একটি সাক্ষাৎকারেরব্যবস্থা করার জন্য অনুগ্রহ করে আপনার স্থানীয় বিদ্যালয়েফোন করুন৷ এই বৈঠকে, আপনি যে কোনো চাহিদা ও সংশ্লিষ্ট কাগজপত্রগুলো ভাগাভাগি করতে পারবেন, এবং আপনার সন্তানের জন্য বিদ্যালয়েপ্রাপ্যসহায়তাগুলো নিয়ে আলোচনা করতে পারবেন৷ একসাথে কাজ করার মাধ্যমে, আমরা নির্ধারণ করতে পারবো যে সফলভাবে বিদ্যালয়েপড়াশোনাকরার জন্য আপনার সন্তানের কী কী সহায়তা ও সরঞ্জামের প্রয়োজন হবে৷

১১। আমার সন্তানের স্কুলের আর কী কী তথ্যের প্রয়োজন হবে?

আপনার সন্তানের জন্য বিদ্যালয়কেএকটি নিরাপদ ও আনন্দময় পরিবেশে পরিণত করার জন্য, আপনার বিদ্যালয়ের যে বিষয়গুলো জানার প্রয়োজন হবে সেগুলো হলো:

  • আপনার সন্তানকে যে নামে ডাকা হয়, যদি তা আনুষ্ঠানিক কাগজপত্র থেকে ভিন্ন হয়
  • যে কোনো অ্যালার্জি এবং/অথবা স্বাস্থ্য সম্পর্কিত অন্য কোনো উদ্বেগ আছে কিনা
  • শিশুটি বর্তমানে যে মা-বাবা/অভিভাবক(দের) সাথে বসবাস করছে তাদের এবং যে ব্যক্তি শিশুটিকে বিদ্যালয়ে থেকে নিয়ে যাবেন তার বর্তমান ফোন নম্বরগুলো (বাড়ি, কর্মক্ষেত্র, সেল)
  • শিশুর যত্ন প্রদানকারীর নাম ও ফোন নম্বর
  • জরুরি প্রয়োজনে যে ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে তার নাম ও ফোন নম্বর
  • একই বিদ্যালয়েঅধ্যয়নরত ভাই এবং/অথবা বোনদের নাম
  • বাড়িতে যে ভাষায়(গুলোতে) কথা বলা হয়
  • আপনার সন্তানকে প্রভাবিত করতে পারে এমন যে কোনো আইনী বা ব্যক্তিগত পরিস্থিতি

এই তথ্যগুলো হালনাগাদ রাখা গুরুত্বপূর্ণ৷ বিদ্যালয় বছরে উপরে উল্লিখিত তথ্যগুলোর যে কোনো পরিবর্তন সম্পর্কে অনুগ্রহ করে বিদ্যালয়কে জানাবেন৷

বিদ্যালয়ে নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে, আপনাকে বৃদ্ধিগত ইতিবৃত্তের একটি ফরম পূরণ করতে বলা হবে৷ আপনার সন্তানের আগ্রহ ও বৃদ্ধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার জন্য এই ফরমটি ব্যবহার করা হবে৷ আপনার সন্তানের চাহিদাগুলো পূরণের জন্য একটি কর্মসূচির পরিকল্পনা করার জন্য এটি শিক্ষককে সাহায্য করবে৷

১২। শিশুরা কিন্ডারগার্টেনে কী শিখে থাকে?

কিন্ডারগার্টেনে, শিশুরা একটি খেলাধুলা-ভিত্তিক শিক্ষার পরিবেশে একদল সহানুভূতিশীল শিক্ষাবিদের সাথে শিক্ষা গ্রহণ করে থাকে যারা এমনভাবে শিক্ষার অভিজ্ঞতার পরিকল্পনা করে থাকেন যা শিক্ষার ছয়টি ক্ষেত্রে জিজ্ঞাসা ও উচ্চমাপের চিন্তা-ভাবনার প্রসার ঘটায়, এই ক্ষেত্রগুলো হলো: ভাষা, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যক্তিগত ও সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য ও শারীরিক কার্যক্রম, এবং শিল্পকলা৷

দুই-বছরব্যাপী একটি কর্মসূচির মধ্য দিয়ে, শিশুরা আত্ম-নিয়ন্ত্রণ গড়ে তোলে, এবং সাক্ষরতা ও গাণিতিক দক্ষতার বিকাশ ঘটায় এবং সেইসাথে শিক্ষা ও বিদ্যালয়ের প্রতি একটি ইতিবাচক মনোভাব গড়ে তোলে৷ শিশুরা শিক্ষাকেন্দ্রগুলোতে অনুসন্ধান করার জন্য কিন্ডারগার্টেনে সারাদিন ধরে সুযোগ পেয়ে থাকে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নাটক, লেখা, গণিত, বই কর্ণার, রং করা ও দৃষ্টিনির্ভর শিল্পকলা, এবং বালু, পানি, ও নির্মাণ ব্লকের মত জিনিসপত্রগুলো নিয়ে কাজ করা৷

২০১৪ সালের সেপ্টেম্বরে, কিন্ডারগার্টেনের প্রতিটি কর্মসূচি পূর্ণদিবস আর্লি লার্ণিং কিন্ডারগার্টেন কর্মসূচির ২০১০-২০১১ সালের খসড়া সংস্করণের ভিত্তিতে পরিচালিত হবে (edu.gov.on.ca)৷

১৩। আমি কিভাবে আমার সন্তানের শিক্ষায় সম্পৃক্ত হতে পারি?

আপনি আপনার সন্তানের শিক্ষায় সক্রিয়ভাবে অংশ নেয়ার এবং আপনার সন্তানকে বিদ্যালয়ে সফল হতে সাহায্য করার জন্য অনেকগুলো উপায় রয়েছে৷

  • প্রতিদিন আপনার সন্তানের সাথে বিদ্যালয় নিয়ে কথা বলুন৷
  • আপনার সন্তানকে পড়ে শোনান৷
  • আস্থা গড়ে তোলার জন্য আপনার সন্তানের কাজের প্রশংসা করুন৷
  • আপনার সন্তানের সামর্থ্য এবং যে সব বিষয়ে তার উন্নতি করা দরকার সেগুলো চিহ্নিত করুন৷ শিক্ষকের সাথে এই তথ্য ভাগাভাগি করুন৷
  • পিতা/মাতা-শিক্ষক সম্মেলনে অংশ নিন৷
  • বিদ্যালয়ের কর্মকাণ্ডগুলোতে এবং বিদ্যালয় পরিষদেসম্পৃক্ত হোন৷
  • স্বেচ্ছাসেবার মাধ্যমে শ্রেণীকক্ষের কর্মসূচিগুলোতে সহায়তা করুন৷

১৪। আমার সন্তান স্কুলে কেমন করছে তা আমি কীভাবে জানবো?

সারা বিদ্যালয় বছর ধরে আপনার শিক্ষক আপনার সাথে যোগাযোগ করবেন, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয়ভাবেই৷ পিত/মাতা-শিক্ষকসাক্ষাৎকারে এবং রিপোর্ট কার্ডে, আপনার শিক্ষক আপনার সন্তানের অগ্রগতি ও অর্জনগুলো সম্পর্কে তথ্য ভাগাভাগি করবেন৷ যেহেতু আপনিই আপনার সন্তানকে সবচেয়ে ভালোভাবে জানেন, তাই সারা সারা বিদ্যালয় বছর ধরে হালনাগাদগুলো ভাগাভাগি করা এবং আপনার শিক্ষকের সাথে যোগাযোগ রাখার জন্য আপনাকে উদ্বুদ্ধ করা হচ্ছে৷

১৫। বিদ্যালয়-শুরুর-আগের এবং বিদ্যালয়-ছুটি-পরবর্তী কী কী কর্মসূচি রয়েছে?

শুধুমাত্র কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য ফি-ভিত্তিক বিদ্যালয়-শুরুর-আগের ও বিদ্যালয়-ছুটি-পরবর্তী কর্মসূচির বিষয়ে আগ্রহ সম্পর্কে প্রতি ফেব্রুয়ারিতে আমরা জুনিয়র ও সিনিয়র কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পিতা-মাতা/অভিভাবকদের মধ্যে জরিপ পরিচালনা করে থাকি৷ বিদ্যালয়ে তৃতীয় পক্ষের একটি শিশু যত্ন প্রদানকারী এই কর্মসূচিগুলো পরিচালনা করে থাকে৷ কর্মসূচিগুলো সকাল ৭:০০টা থেকে ৯:০০টা পর্যন্ত এবং বিকাল ৩:৩০ থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত পরিচালনা করা হয়ে থাকে - যদিও এই কর্মসূচির সঠিক সময়সূচি পরিবর্তিত হতে পারে৷

আপনার স্থানীয় বিদ্যালয়ে আপনার সন্তানকে কিন্ডারগার্টেনের জন্য নিবন্ধন করার সময় একজন পিতা-মাতা/অভিভাবক হিসেবে, আপনি বিদ্যালয়-শুরুর-আগের ও বিদ্যালয়-ছুটি-পরবর্তী কর্মসূচি সম্পর্কে একটি জরিপ পাবেন৷ অনুগ্রহ করে ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে আপনার পূরণকৃত জরিপটি জমা দিতে ভুলবেন না৷ আপনার বিদ্যালয়ে এরকম একটি কর্মসূচির জন্য যথেষ্ট আগ্রহ আছে কিনা সেই বিষয়ে আপনাকে এপ্রিলের মধ্যে জানানো হবে৷

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL