Toronto District School Board
Toronto District School Board

Special Education

বিশেষ শিক্ষা


বিশেষ শিক্ষা কর্মসূচি সব শিক্ষার্থীকে তাদের পূর্ণ সম্ভাবনা অর্জনে সাহায্য করে৷
আমাদের স্কুলগুলো শিক্ষার্থী ও তাদের পরিবারবৃন্দের জন্য বিভিন্ন ধরনের সহায়তা ও পরিষেবা প্রদান করে৷

 আমরা যে বিষয়গুলো নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ:

  • আমাদের স্কুলগুলোতে সব ধরনের ব্যতিক্রমধর্মী শিক্ষার্থীদেরকে স্বাগত জানানো হয়, অন্তর্ভুক্ত করা ও সহায়তা দেয়া হয়
  • অনন্য ধরনের শক্তিশালী ও দুর্বল শিক্ষার্থীদের জন্য TDSB-এর সবগুলো সাইটে নিবিড় কর্মসূচি ও সহায়তা প্রদান করা হয়
  • স্টাফ, পিতামাতা ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সহযোগিতা ও সমস্যা সমাধানের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়
  • যখনই সম্ভব শিক্ষার্থী, পরিবারবৃন্দ, স্টাফ ও কমিউনিটির জন্য আমাদের সুযোগ-সুবিধাগুলো ব্যবহারের সুবিধা সব সময় উন্মুক্ত রাখা হয়
  • গবেষণা ও কার্যকর অনুশীলন আমাদের শিক্ষার্থীদেরকে আরো ভালোভাবে সেবা দেয়ার জন্য আমাদের প্রচেষ্টায় নির্দেশনা প্রদান করে
    বিশেষ শিক্ষার প্রতিবেদন

আমরা শিক্ষার্থীদের চাহিদাগুলো পূরণ করা অব্যাহত রাখছি তা নিশ্চিত করার জন্য, প্রতি বছর আমরা আমাদের বিশেষ শিক্ষার প্রতিবেদন পর্যালোচনা ও হালনাগাদ করি৷ এই প্রক্রিয়াটি আমাদেরকে চলমান অনুশীলনগুলো পর্যালোচনা করতে এবং কমিউনিটির সহায়তাকারীদের সাথে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব গড়ে তুলতে সক্ষম করে৷

বিশেষ শিক্ষা সম্পর্কিত পিতামাতা নির্দেশিকা

বিশেষ শিক্ষা কর্মসূচির সুপারিশ কমিটির (এসইপিআরসি) প্রক্রিয়া, এবং শনাক্তকরণ, প্লেসমেন্ট ও পর্যালোচনা কমিটির (আইপিআরসি) প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে তথ্য দেয়ার জন্য, এবং একজন ব্যতিক্রমধর্মী শিক্ষার্থীকে শনাক্ত করা ও তার প্লেসমেন্টের ব্যবস্থা করার প্রক্রিয়াগুলো নির্ধারণ করার জন্য বিশেষ শিক্ষা সম্পর্কিত পিতামাতা নির্দেশিকার পরিকল্পনা করা হয়েছে৷

 

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL