Toronto District School Board
Toronto District School Board

Health and Physical Education Curriculum

স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার সংশোধিত পাঠক্রম

2015 সালের ফেব্রুয়ারিতে, শিক্ষা মন্ত্রণালয় অন্টারিও’র সব স্কুল বোর্ডের জন্য স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার সংশোধিত পাঠক্রম প্রকাশ করেছে৷ 2015 সালের সেপ্টেম্বর থেকে বোর্ডগুলো এই পাঠক্রম বাস্তবায়ন করা আবশ্যক৷

শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণ সম্পর্কিত বিদ্যমান সমস্যাগুলো সমাধান করার জন্য, এবং অন্টারিও’র ক্রমবর্ধমান ও বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে আরো ভালোভাবে প্রতিফলিত করার জন্য পাঠক্রম সংশোধন করা হয়েছে৷ এই আপডেটগুলোর মধ্যে রয়েছে সুস্থ সম্পর্ক, সম্মতি, মানসিক স্বাস্থ্য ও অনলাইনে নিরাপত্তা সম্পর্কিত তথ্য৷

প্রতিটি শিক্ষার্থীর সাফল্য ও নিরাপত্তার জন্য TDSB প্রতিশ্রুতিবদ্ধ৷ আমাদের স্কুলে আমরা যা শেখাই সেগুলো সাম্প্রতিক, সংশ্লিষ্ট ও বয়স-উপযোগী হওয়া গুরুত্বপূর্ণ যাতে আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণ সম্পর্কে অবহিত সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদেরকে সম্ভাব্য সেরা তথ্য দিতে পারি৷ আমাদের শেখানো পাঠক্রম আমাদের বৈচিত্র্যময় শিক্ষার্থীদের জন্য সার্বজনীন হওয়া এবং সমতা ও সম্পৃক্ততার জন্য বোর্ডের দীর্ঘদিনের প্রতিশ্রুতির প্রতিফলন করাও গুরুত্বপূর্ণ৷

পাঠক্রম বাস্তবায়ন করা সম্পর্কে আরো তথ্য 2015 সালের সেপ্টেম্বরের আগে পিতামাতাদের সাথে শেয়ার করা হবে৷

এই সময়ে, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রক্ষিত পূর্ণাঙ্গ পাঠক্রম ও পিতামাতাদের জন্য তথ্যসূত্রগুলো পড়তে পিতামাতাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে৷

পাঠক্রমের বিষয়বস্তু সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে 416-325-6870 নম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন৷

গুরুত্বপূর্ণ তথ্য:

  • শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হলো পাঠক্রম তৈরি করা এবং স্কুল বোর্ডের দায়িত্ব হলো সেটি বাস্তবায়ন করা৷ পাঠক্রমের বিষয়বস্তুর উপর TDSB-এর কোনো নিয়ন্ত্রণ নেই৷
  • TDSB-এর স্টাফরা নতুন পাঠক্রমকে পেশাদারিত্বের সাথে ও সম্মানজনকভাবে পড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা বৃদ্ধি ও বয়স-অনুযায়ী উপযুক্ত হবে৷
  • পূর্ণাঙ্গ পাঠক্রম, পিতামাতাদের জন্য নির্দেশিকা ও সংক্ষিপ্ত বিবরণ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে৷ এছাড়াও এই ওয়েবসাইটে নিচে উল্লিখিত ভাষাগুলোতে পিতামাতা নির্দেশিকাগুলোর অনুবাদের লিংক রয়েছে: আরবি, সহজীকৃত চীনা, গতানুগতিক চীনা, ফার্সী, পোলিশ, পাঞ্জাবি, সোমালিউর্দু
© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL